আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মাজহারুল ইসলাম : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইয়ুব আলী ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী মন্টুর সভাপতিত্বে জেলা অডিটোরিয়ামে গতকাল শনিবার দুপুরে শিক্ষাসামগ্রী বিতরণ ও সমন্বয় সভার কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নেছার আহমেদ, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার আ ফ ম জাহিদ ইকবাল, শিক্ষানুরাগী কাশেম জামাল, আবু নাঈম ইকবালসহ সোনারগাঁ জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, ১১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিদের ক্রেষ্ট দিয়ে বরণ করার পর ৪৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ( ফাষ্ট এইড বক্স) তুলে দেয়া হয়। দরপত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪৪ বিদ্যালয়ে স্কুল ব্যাগ, খাতা, কলম প্রদান করা হয়েছে।