সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু থে যাচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা।মেলা উপলক্ষে মঙ্গলবার বিকেলে প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।প্রধান অতিথি মেলার সাফল্য কামনায় স্বচ্ছল এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরজাহান,সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার ,সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম, সোনারগাঁও থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
মতবিনিময় সভায় ২০১৮ লোকজ মেলার সার্বিক দিক আলোচনায় উঠে আসে এবং মেলা সাফল্য মন্ডিত করতে সকলের পরামর্শ অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ। এসময় বক্তব্য রাখেন,সোনারগাঁও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি,সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস,সাংবাদিক একেএম মাহফুজুর রহমান,আল আমিন তুষার,শাহাদাত হোসেন রতন,আসাদুজ্জামান নূর,মনিরুজ্জামান মনির,মাজহারুল ইসলাম,গাজী মোবারক,পনির ভূঁইয়া ও ফারুক হাসান প্রমূখ।
মেলায় প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান,স্কুলের ছেলে মেয়েদের পরিবেশনায় বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলা,পুতুল নাচ, কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, মৃৎ শিল্পের উপর বিশেষ প্রদর্শনী ছাড়াও নানা অনুষ্ঠান থাকবে।
মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।