আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে যুব শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠিত

মাজহারুল ইসলাম : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১২ সদস্য বিশিষ্ট উপজেলা যুব শ্রমিকলীগের আহ্বায়ক কমিটি গঠণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে মোগরা পাড়া চৌরাস্তার কঁচুপাতা রেস্টুরেন্টে কর্মীসভা ও আলোচনা শেষে আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ইঞ্জিঃ আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব শ্রমিকলীগের সাধারন সম্পাদক সৈয়দ মোক্তার, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি মান্নান মেম্বার, সাধারন সম্পাদক ইসহাক মিয়া, সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক নূর নবী। জেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়ার সভাপতিত্বে জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির লিটন, সৈয়দ জাহিদ, টিটু, সাহেল ও সাইফুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি ইঞ্জিঃ আরিফ বলেন, বাজেটের শতকরা ৮০ শতাংশ জোগান দেয় শ্রমিকেরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেহনতি মানুষদের গভীরভাবে ভালবাসতেন। এ সংগঠনকে ভালবেসে শ্রমিকদের কল্যাণে কাজ করতে হবে।

কামাল হোসেনকে আহ্বায়ক, সোহেল মিয়া ও মারুফ হোসেনকে যুগ্ম আহ্বায়ক, জহির বাদশাকে সদস্য সচিব এবং রুবেল মোল্লা, মাজহারুল শেখ, খোরশেদ আলম, আবুল কালাম, চাঁন মিয়া, শহীদুল্লাহ, খোকন ও শাহ আলমকে কার্যকরী সদস্য করে সোনারগাঁ উপজেলা যুব-শ্রমিকলীগের কমিটি ঘোষনা করে হয়েছে।