আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মোটর সাইকেল আরোহী নিহত

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাধীন এশিয়ান হাইওয়ে বস্তল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত হয়।

রোববার ১৭ই জানুয়ারি সকাল ৭টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক বাইপাসের বস্তল মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানের সাথে মোটর সাইকেল ধাক্কা লেগে ছিটকে পড়ে ওই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিম ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

কাঁচপুর হাইওয়ে থানা সার্জেন্ট আনিসুর রহমান (শুভ ) বলেন, নিহত মোটর সাইকেল চালকের নাম সাগর মিয়া (৪০)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মাহতাব উদ্দিনের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন কলতাপাড়া এলাকায় বসবাস করতেন বলে জানায় পুলিশ।