সোনারগাঁ প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে কারেন্ট জাল সহ দুই জেলেকে আটক করেছে মৎস অফিস ও নৌ পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত দুই জেলেকে পৃথকভাবে তিন হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা মৎস কর্মকর্তা মাহামুদা বেগম বলেন, উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় বৈদ্যেরবাজার নৌ ফাড়ি পুলিশের একদল পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের দায়ে ৫০ মিটার কারেন্ট জাল সহ রমজান মিয়া ও সোহেল মিয়া নামে দুই জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই জেলেকে পৃথকভাবে তিন হাজার করে ছয় হাজার টাকা জরিমানা করেন।