আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মহিলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মহিলা আওয়ামীলীগের মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সোনারগাঁ পৌরসভা ভবনের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিমিয় সভায় উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুর জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদা মোশারফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উর্মি আক্তার, সোনারগাঁ পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর জায়েদা আক্তার মনি, সাধারন সম্পাদক ইসমত আরা বেগম প্রমূখ।

এর আগে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে জায়েদা আক্তার মনিকে সভাপতি ও ইসমত আরা বেগমকে সাধারন সম্পাদক করে সোনারগাঁ পৌরসভা মহিলা আওয়ামীলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি নাহিদা সুলতানা, ফাতেমা সুলতানা, বিউটি আক্তার, যুগ্ম সম্পাদক হাসনা কবির হিরা, সাহিদা কবির, সাংগঠনিক সম্পাদক আসমা বেগম, শারমিন সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজিনা আক্তার।