আজ সোমবার, ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মহান স্বাধীনতা উদযাপন

সোনারগাঁয়ে মহান স্বাধীনতা উদযাপন

সোনারগাঁয়ে মহান স্বাধীনতা উদযাপন

সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।(২৬ মার্চ) সোমবার সকাল থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন,স্থানীয় সাংসদ,মুক্তিযোদ্ধা সংসদ,সাংবাদিক-সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার শহীদ মজনু পার্কে মুক্তিযোদ্ধা বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ আওয়ামীলীগ সোনারগাঁ উপজেলা শাখার নেতাকর্মীদের সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়।

বাঙ্গালী জাতীর এই গৌরবময় দিবসের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সোনারগাঁ উপজেলায় দিনটির সূচনা হয়।
এদিকে সোনারগাঁ পৌরসভার ঐতিহাসিক আমিনপুর মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ,শারীরিক কসরত,খেলাধুলা,শহীদদের স্মরনে বিভিন্ন মনোমুগ্ধকর ডিসপ্লে ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন ও স্বাধীনতা দিবসের মনোমুগ্ধকর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মরতা (ইউএনও) শাহীনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা,সাধারন সম্পাদক ওসমান গনী ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি সোনিয়া আক্তার প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ