সংবাদচর্চা রিপোর্ট: ভূমি সংক্রান্ত আইন জানুন আপনার ভূমি নিরাপদ রাখুন”-এ স্লোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।
(১০ এপ্রিল) বুধবার সকালে সোনারগাঁ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসের তাৎর্পয তুলে ধরে আলোচনা সভায় উপজলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও শিক্ষানুরাগী ছনিয়া আক্তার, সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর জায়েদা আক্তার মনি ও সোনারগাঁ ভূমি অফিসের কানুনগো মতিয়ার রহমান প্রমুখ।
এ সময় বক্তারা ভূমি উন্নয়ন কর আদায়, বৈধ ভূমি ব্যবহারকারীদের প্রয়োজনীয় সেবা প্রদান, অবৈধ ভূমি দখলদারদের উচ্ছেদ-সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। কর্মসূচিতে সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।