প্রাথমিক শিক্ষায় শিশু শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে ও শিশুরা যেন শিক্ষায় অধিক মনোযোগ দেয় এবং প্রতিটি শিশু যেন উৎসাহী হয়ে স্কুলমুখী হয় সেই লক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিদেশী দুই নাগরিকের অবদানে গতকাল মঙ্গলবার সকালে ৬৯ নং দুধঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়। সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানী লিমিটেডের কেপকো কেপিএস অপারেশন ও মেন্টেনেনস কোম্পানীতে কর্মরত প্লান্ট ম্যানেজার দক্ষিন কোরিয়ার নাগরিক মিঃ মিনচুল পার্ক ও এডমিনিষ্টেশন জেনারেল ম্যানেজার মিঃ জিনুক পার্কের সহায়তায় শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়। সম্প্রতি তারা স্থানীয় এলাকায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ব্যাগ বিতরন কার্যক্রম পরিচালনা করে আসছেন। জানতে চাইলে দুই বিদেশী নাগরিক মিঃ মিনচুল পার্ক ও মিঃ জিনুক পার্ক বলেন, সোনারগাঁয়ে পর্যায়ক্রমে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ব্যাগ বিতরন কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা জানান, স্কুল ব্যাগ হাতে পেয়ে শিশু শিক্ষার্থীরা অনেক খুশি ও আনন্দিত। অভিভাবকদের মাঝেও শিশুদের স্কুলে পাঠাতে আগ্রহ বাড়বে। আগের তুলনায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে। শিক্ষার মানও আরো ভাল হবে।
শিশুদের মাঝে ব্যাগ বিতরন কালে উপস্থিত ছিলেন, সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানী লিমিটেডের কেপকো কেপিএস অপারেশন ও মেন্টেনেনস কোম্পানীতে কর্মরত মোক্তার হোসেন, রেজাউল করিম, তানভীর চৌধুরী, ফয়সাল খান, দুধঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা, শিক্ষক আব্দুল হালিম, সাবিনা ইয়াসমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আশরাফুল আলম ও সদস্য নোয়াব সরকার প্রমূখ।