সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় সপ্তাহ ব্যাপী ঐতিহাসিক ইসলামিক মহাসম্মেলনের ৫ম দিনে (২৬ ডিসেম্বর) প্রধান অতিথি বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিম মঞ্চে উঠার সময় তার অনুসারীরা দলীয় স্লোগান দিয়ে ওয়াজ-রত আলেমের হাত থেকে মাইক কেরে নিয়ে দলীয় স্লোগান দিলে মুসুল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় প্রধান অতিথি বিএনপি নেতা জোট সরকারের আমলের সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ওয়ান এলিভেনের সংস্কারপন্থী নেতা অধ্যাপক রেজাউল করিম ওয়াজ মাহফিলে আগত মুসুল্লিদের রোষানলে পরেন।প্রধান অতিথি বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিমসহ তার সঙ্গে থাকা ২৫-৩০ জন বিএনপি নেতা কর্মীকে ক্ষিপ্ত মুসুল্লিরা জুতা নিক্ষেপ করে বিএনপি দলীয় স্লোগানের প্রতিবাদ জানান।
উপস্থিত মুসল্লিরা বলেন,নয়াপুর এলাকায় সপ্তাহ ব্যাপী ঐতিহাসিক ইসলামিক মহাসম্মেলনের ৫ম দিনে (২৬ ডিসেম্বর) এশার নামাজের পর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ ক্বারী আশিক মোস্তাবী পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিমের সঙ্গে থাকা তার অনুসারীরা মঞ্চে উঠার সময় দলীয় স্লোগান দেয়।
এতে পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে আগত মুসুল্লিদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে উত্তেজিত মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে জুতা নিক্ষেপ করে এর প্রতিবাদ জানায়।পরে ইসলামিক মহাসম্মেলনের আয়োজকরা কমিটির পক্ষ থেকে আমির মিয়া ও মাওলানা বাশার মমিনুল ইসলাম মাইক হাতে নিয়ে মুসুল্লিদের কাছে ক্ষমা চেয়ে পরিবেশ শান্ত করেন।
জানতে চাইলে এলাকাবাসী জানান,রেজাউল করিম ও তার অনুসারীরা ইসলামকে অপমান করেছে,আর যারা এধরনের কাজ করে তার মানুষ নামের কলঙ্ক।তারা আরো বলেন এধরনের মানুষকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়াই ভালো।