সোনারগাঁয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু
সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে মেঘনা নদীতে এঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা ছোট ভাই জাকির হোসেন আহত হয়েছে।নিহত দেলোয়ার হোসেন নুনেরটেক গ্রামের খোরশেদ আলমের ছেলে।
আহত জাকির হোসেন জানান, মেঘনা নদীর নুনেরটেক এলাকায় প্রতিদিনের মতো তার বড় ভাই দেলোয়ার হোসেনকে নিয়ে নদীতে মাছ ধরার জন্য জাল তুলতে যান।ভোর পৌনে ৪টার দিকে একটি বজ্রপাত তাদের নৌকায় আছড়ে পড়ে।
ঘটনাস্থলেই তার বড় ভাই দেলোয়ার হোসেন নিহত হন। এসময় তাদের ব্যবহৃত নৌকা ক্ষতিগ্রস্থ হয়। আশপাশের লোকজন খবর পেয়ে তারা মৃত দেলোয়ার সহ তাদেরকে উদ্ধার করেছে।