আজ শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলম ধরো জীবন গড়, খেলা ধরো মাদক ছাড় এই স্লোগানে  সোনারগাঁওয়ে সনমান্দি ইউনিয়নে চেয়াম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২৪ জানুয়ারি) সোনারবাংলা বিদ্যালয়ের মাঠে সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জাহিদ হাসান জিন্নাহ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।

জাহিদ হাসান জিন্নাহ বলেন খেলার মাধ্যমে মানুষের মন ভালো থাকে। সকল খারাপ কাজ থেকে দুরে থাকা যায়। তাই খেলাধুলার প্রতি গুরুত্ব দিতেই চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আযয়োজন করা হযয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নে সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, হাজী জসিম উদ্দিন, জামাল হোসেন, উপজেলার ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, রফিকুল ইসলাম মিয়া, হারুন অর রশিদ মেম্বার, ফজলুর হক মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলেমান সুজন, কাউসার, সোহের রানা সহ প্রমুখ।