আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাবেক সাংসদ কায়সার

সোনারগাঁ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের দলীয় সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার। তিনি গতকাল শনিবার দিনভর সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর দিনে উপজেলার জামপুর, মোগরাপাড়া, পৌরসভা, বৈদ্যেরবাজার, বারদী সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রতিটি মন্ডপের পূজা উদযাপন কমিটির নেতাদের কাছে অনুদান প্রদান করেন।

সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারের সঙ্গে ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, ঢাকা দক্ষিনের স্বেচ্ছাসেবকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন, প্যানেল মেয়র লায়ন আলী আকবর, সাবেক কাউন্সিলর আমির হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আরিফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রবিন, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম শামীম, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, ছাত্রলীগ নেতা দীপক কুমার প্রমূখ।

পূজা মন্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সাংসদ কায়সার সনাতন ধর্মের সকলকে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষকে গনতান্ত্রিকভাবে সমান অধিকার দিয়েছেন। সকলে শান্তিপূর্নভাবে যার যার ধর্ম পালন করছে।