আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ কারখানা বন্ধ ঘোষণা

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সোনারগাঁও উপজেলার ছোট কোরবানপুর গ্রামে উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে ৮ জুলাই সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় শাফায়াত এন্টারপ্রাইজ নামক অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানা থেকে ৮০০ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ ও ২৬ বস্তা অবৈধ পলি প্রোপাইলিন জব্দ করেছে। অবৈধ পলিথিন উৎপাদন করায় কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত।

অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন করার জন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা নগদ অর্থ দন্ড প্রদান  করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার ও র‌্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান। কর্মকর্তাদের ভ্রাম্যামান আদালত পরিচালনায় সার্বিক সহায়তায় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মইনুল হক। অবৈধ পলিথিন উৎপাদন ও ব্যবহারের বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে এবং থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।