সোনারগাঁও প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে শ্রমিক হত্যার গুজবকে কেন্দ্র করে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ পুলিশ সদস্যসহ ১০ আহত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিপরদি এলাকায় চৈত্রি কম্পোজিটের শ্রমিক হত্যার গুজবকে কেন্দ্র করে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপরে পৌরসভা টিপরদি এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা ঢাকা-চট্রগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দিতে গেলে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘষের ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়ায় ইটপাটকে নিক্ষেপ ও গাড়ি ভাংচুর করে পুলিশ সদস্যসহ প্রায় ১০ শ্রমিক আহত হয়।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপরে সোনারগাঁও উপজেলা টিপরদি এলাকায় চৈতি কম্পোজিটে অপারেটর রিনা আক্তারের হত্যার ঘটনার গুজব উঠলে শ্রমিকরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়কে নেমে আসে। এসময় টিপরদি চৈতি কম্পোজিটের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের সড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে দুপুর ১২টার দিকে বিক্ষুব্দ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও লাঠিচার্য শুরু করে।
এসময় শুরু হয়ে যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার গাড়ি ভাংচুরের । পরে টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে প্রায় পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়।ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামন জানান,চৈতি কম্পোজিটের কোন শ্রমিক মারা যায়নি। শ্রমিক হত্যার গুজবকে কেন্দ্র করে শ্রমিকরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবোরধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে “শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে”।