
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় মারীখালি নদে গতকাল রোববার মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শ্রমিক নিহত হয়েছে এবং ১৮ দিন আগের নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় গতকাল রোববার মেঘনা গ্রুপে কর্মরত ৫ জন শ্রমিক মারীখালি নদে সাতার কেটে চড়ে গিয়ে মাছ ধরে। পরে ফেরার পথে ৫ জনের মধ্যে ৩ জন সাতার কেটে নদ পার হতে পারলেও দুজন ডুবে মারা যায়। তাদের মধ্যে ইমরান হোসেন (২২) ও মাসুম মিয়া (২১) নামের দুজন শ্রমিক ডুবে মারা যায়। ইমরান হোসেন নরসিংদীর পলাশ উপজেলার দড়ি হাওলা গ্রামের ইলিয়াস আলীর ছেলে ও মাসুম মিয়া একই উপজেলার পারুলিয়া গ্রামের সালা উদ্দিনের ছেলে।
এ দিকে নিখোঁজ হওয়া মনির হোসেন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মনির হোসেন লহ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চরনিয়ামত গ্রামের জাকির হোসেনের ছেলে। মনির হোসেন ১৮ দিন আগে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার স্বজনরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

