নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁয়ে দুই পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ। সোমবার ভোরে টিপুর্দি কেন্টাকি ফ্যাক্টরীর সামনে থেকে তাদের আটক করা হয়।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, সোনারগাঁয়ে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে মুরগি বহন কারী পিকআপ নং ঢাকা মেট্রো ন ১৮- ৬৬৮৩ নষ্ট হলে মেরামত করার সময় ২ জন পেশাদার ছিনতাইকারী গাড়ির ম্যানেজারের নিকট থেকে মুরগী বিক্রির নগদ ২০০০০ (বিশ) হাজার টাকা চাকুর ভয় দেখিয়ে ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় কাঁচপুর হাইওয়ে থানার টহলরত টিমের এএসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করে ছিনতাইকারী ০২ জনকে হাতে নাতে গ্রেফতার করে। তাদের নিকট থেকে ছিনতাইকৃত নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন বরগুনার ছোট নীলগঞ্জ এলাকার মুজিবুর রহমানের ছেলে হৃদয় আহমেদ (২৫) , লক্ষীপুরের মোঃ রফিকুল ইসলাম (২৬) ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে মহাসড়ক এলাকায় সংঘবদ্ধ হয়ে বিভিন্ন পয়েন্টে ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।