মাজহারুল ইসলাম: নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার দবির উদ্দিন ভূঁইয়া স্কুলে এসএসসি পরিক্ষার ফরম পূরনে অতিরিক্ত টাকা ফেরত ও শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য দবির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীকে নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার সরিফুল ইসলাম।বুধবার সকালে দবিরউদ্দিন ভুইয়া বিদ্যালয়ে ফরম পূরনে অতিরিক্ত অর্থ আদায় শিরোনামে সংবাদ প্রকাশের পর সরেজমিনে তদন্ত করতে এসে তিনি এ নির্দেশ দেন।
উপজেলার সাদিপুর ইউনিয়নে দবির উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষা বর্ষে এসএসসি নির্বাচনী পরিক্ষায় ১২৮ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।এর মধ্যে ৩৪জন পরিক্ষার্থী সকল বিষয়ে পাশ করে বাকি ৯৪ জন দুই থেকে আট বিষয়ে অকৃতকার্য হয়।অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে মোয়া অংকের টাকা আদায়সহ ১২৭ জন পরিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ করে দেয়া হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়,এবছর এসএসসি পরিক্ষার ফরম পুরণে সরকার সর্বোচ্চ ফি ১৫৫০ টাকা নির্ধারন করেন।কিন্তু ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা কৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু ৪ হাজার টাকা আদায় করেছেন এবং অকৃতকার্য পরিক্ষার্থীদের কাছ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত টাকা আদায় করেন।ফরম পূরনের অতিরিক্ত টাকা আদায়ে অনিয়ম তুলে ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসেন কর্তৃপক্ষ।এ ঘটনায় বুধবার সকালে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরিফুল ইসলাম সরেজমিনে অনিয়ম ও দূর্নীতি বিষয়ে তদন্ত করতে দবির উদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়ে যান। পরিক্ষার্থীদের সাথে কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে সত্যতা পান।পরে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে পরিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করেন।
এছাড়া ওই বিদ্যালয়ে ম্যানিজিং কমিটি উন্নয়নের নামে শিক্ষকদের ১৬ মাসের বেতন বকেয়া বন্ধ রেখেছেন,যা পরিশোধ করার নির্দেশ প্রদান সহ ৫ বছর ধরে বন্ধ থাকা শিক্ষকদের পিএফ ফান্ড চালু করারও নির্দেশ প্রদান করেন।