আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ডিবি পরিচয়ে লুণ্ঠিত গরু ও ট্রাক উদ্ধার

সোনারগাঁ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আগমন সিএনজি পাম্পের সামনে থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে লুন্ঠিত হওয়া ১৭টি গরুর মধ্যে ৯টি গরু ও ট্রাক উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। তবে রহস্যজনক কারনে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার জানান, গত ১০ আগস্ট রাতে মানিকগঞ্জের শিবালয় থেকে চট্টগ্রামের পটিয়া এলাকার বাসিন্দা (পিরোজপুর-ট-১১-০২৩৩) ট্রাক যোগে ১৭টি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত সিএনজি পাম্পের সামনে পৌছলে ট্রাকের গতিরোধ করে ৭/৮ জন লোক গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গাড়ীর কাগজপত্র দেখতে চান। এসময় ট্রাকের চালক ও হেলপার কাগজপত্র নিয়ে গাড়ী থেকে নেমে আসার পর তারা চালক ও হেলপারকে পিটিয়ে ট্রাক সহ ১৭টি গরু লুন্ঠন করে নিয়ে যায়। পরের দিন মানিকগঞ্জের শিবালয় মেসার্স যমুনা ট্রান্সপোর্টের ম্যানেজার আব্দুল খালেক বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর রাতে আড়াইহাজারের পাচরূখি এলাকায় অভিযান চালিয়ে ৯টি গরু ও নরসিংদী বাসষ্ট্যান্ড থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। বাকি ৮টি কসাই জবাই করার কারনে উদ্ধার করা যায়নি। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।