আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে জেএসসি পরীক্ষার পরিদর্শকদের নিয়ে ইউএনওর সভা

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জেএসসি ও জেডিসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম। সোমবার বিকেলে মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় মোগরাপাড়া এইচ জিজি এস স্মৃতি বিদ্যায়তনের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, একাডেমিক সুপারভাইজর কাজল চন্দ্র পাল, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব, হল সুপার, কক্ষ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

আগামী ১লা নভেম্বর থেকে অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় সোনারগাঁয়ে এ বছর মূল কেন্দ্র ৬ টি ভেনু ৩টি মাদ্রাসার ২টি ও ভোকেশনালের ১টি কেন্দ্র সহ ১২টি কেন্দ্রে  মাধ্যমিক বিদ্যালয়ের ৭ হাজার ৪ শত ৬৫ জন, মাদ্রাসার ৬ শত ১২ জন ও ভোকেশনালে ১ শত ১৮ জন সহ মোট ৮ হাজার ১ শত ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

ইউএনও তার বক্তব্যে বলেন, এ বছর নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহন করা হবে। কেউ অসুদপায় অবলম্বনের চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। কক্ষ পরিদর্শকদের সজাগ দৃষ্টি রেখে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।