সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর এলাকায় অবস্থিত নোয়াব আব্দুল মালেক জুট মিলে গতকাল সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেন। ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, উপজেলার কাচঁপুর নোয়াব আব্দুল মালেক জুট মিলে গতকাল সোমবার দুপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে জুট মিলের প্রায় এক কোটি টাকার পাট পুড়ে গেছে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় সোমবার জুট মিলের ব্যবস্থাপক আতাউর রহমান রহমান বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।