আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে জরিমানা

অপ্রয়োজনে বাহিরে রাস্তায় ও চা দোকানের আশেপাশে ঘোরাফেরা করার অপরাধে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ও পিরোজপুর ইউপির বটতলা বাজারে ৯ ব্যক্তিকে ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক ব্যক্তিকে মাদক বিক্রির অপরাধে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।

বুধবার সকালে সোনারগাঁ উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই সাজা দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন জানান, লকডাউন অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা ও আড্ডা দেয়ার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারায় বটতলা ও মোগড়াপাড়া চৌরাস্তা বাজারে ৯ ব্যক্তিকে ৬১ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া বাড়ি মজলিস এলাকার চাদোকান হতে গাঁজাসহ হাজী আমির উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১)এর ২১ ধারায় ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।