সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মালিপাড়া গ্রামে গতকাল শনিবার কীটনাশক পান করে রেখা বেগম (৩২) নামে এক গৃহবধুর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে রেখা বেগমের সঙ্গে জামপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের প্রবাসী শাহাদাতের ১০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ২টি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি শাহাদাত হোসেন দেশে আসলে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার স্বামীর সঙ্গে ঝগড়া করে কীটনাশক পান করেন। পরে তাকে ঢাকা মেডিকেল ভর্তি করার পর গতকাল শনিবার বিকেলে মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।