
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পাঠাত্তা এক গার্মেন্ট কর্মীকে ধর্ষনের চেষ্টা চালানোর অভিযোগ উঠছে। এ ঘটনায় গার্মেন্ট কর্মীর মা বাদি হয়ে সোমবার সোনারগাঁ থানায় একটি ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগে গার্মেন্ট কর্মীর মা উল্লেখ করেন, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা গ্রামে বাসা ভাড়া নিয়ে তার পরিবার বসবাস করেন। তার মেয়ে সিনহা গার্মেন্টে কাজ করে। গত ১ আগস্ট তার মেয়ে কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে একই বাড়ির ভাড়াটিয়া খোরশেদ আলম বাবুল ও তার আরো ২ সহযোগী গার্মেন্টস কর্মীকে এক পেয়ে বাড়ির পাশের একটি গলিতে জোর করে নিয়ে যায়। এসময় ওই গার্মেন্ট কর্মীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে ধর্ষনের চেষ্টাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় গার্মেন্ট কর্মীর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

