সোনারগাঁ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এসএসসি পরীক্ষার ফরম পূরন করতে না পেরে আমেনা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্রকরে ১২ ডিসেম্বর বুধবার সকালে সোনারগাঁ জি আর ইনিষ্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের সামনে শিক্ষার্থীরা প্রিন্সিপাল সুলতান মিয়ার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন করেছে।
নিহত স্কুল ছাত্রীর বাবা বাবর আলী জানান,উপজেলার সোনারগাঁও জি আর ইনিষ্টিউশন স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থী আমেনা আক্তার মূল্যায়ন পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হয়।
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি তার পরিবারকে না জানিয়ে নিজে নিজে ফরম পূরনের জন্য স্কুলের অধ্যক্ষ সুলতান মিয়ার কাছে গিয়ে ধারস্থ হয়েছিলো বলে জানান।১০ ডিসেম্বর রোববার ফরম পূরনের শেষ দিন ছিল,আমেনা ফরম পূরন করতে না পেরে ক্ষোভে ও লোকলজ্জায় রাতে ঘরের আড়ার সঙ্গে দড়ি প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে সোনারগাঁও জিআর ইনিষ্টিউশনের অধ্যক্ষ সুলতান মিয়ার বিরুদ্ধে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
শিক্ষার্থীরা বলেন,আমেনার মৃত্যুর জন্য সোনারগাঁ জি আর ইনিষ্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সুলতান মিয়া’ই দায়ী কারন সে আমেনার সমতুল্য পরীক্ষায় অকৃতকার্য আরো অনেক শিক্ষার্থীকে ফরম পূরনের সু্যােগ দিয়েছে।
এ ব্যপারে জানতে চাইলে নারায়নগঞ্জ ৩ সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন,বিষয়টি জানার পর আমি অত্যন্ত দুঃখ পেয়েছি,এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।