সোনারগাঁ প্রতিনিধি: নারারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সোনারগাঁ উপজেলা চত্বর থেকে শুরু হওয়া র্যালীটি পৌরসভার দিঘির পাড় এলাকায় রয়েল রিসোর্টে গিয়ে শেষ হয়। পরে রয়েল রিসোর্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সোনারগাঁ কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি গাজী মজিবুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মতিয়ার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) সাজিদুর রহমান, সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম, ওসি তদন্ত আব্দুল জাব্বার, সোনারগাঁ কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ওসমান গণি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, সোনারগাঁ কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল নিলু প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।