সোনারগাঁ প্রতিনিধিঃ বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চান্দেরভূলা গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ বিষয়ে গত বৃহস্পতিবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, উপজেলার বারদী ইউনিয়নের আতিকুর রহমান জনির সঙ্গে একই এলাকার দিন মজুর জীবন মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত বুধবার রাতে দুই জনের মধ্যে বাকবিতন্ডতা হয়। এর জের ধরে আতিকুর রহমান জনি তার আত্মীয় বারদী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য সুমন মিয়া, আব্দুর রহমান সহ ৭/৮ জনের একদল সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ব্যবসায়ী জীবন মিয়া ও তার স্ত্রী মিনারা বেগম, ভাই হান্নান মিয়াকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসীরা।
এ বিষয়ে জানতে চাইলে দিন মজুর জীবন মিয়া বলেন, আমার প্রতিবেশী আতিকুর রহমান জনি প্রভাব খাটিয়ে আমার জায়গা দখল করে বাড়ীর সীমানা নির্মাণ করায় বাধা দেওয়ায় আমাদেরকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। এ বিষয়ে থানায় মামলা না করার জন্য হুমকি দেয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর সন্ত্রাসীরা আমাদের ঘরের বাইরে মহড়া দিচ্ছেন। বাড়ি থেকে বেড় হলেই আমাদেরকে ফের মারধর সহ জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আতিকুর রহমান জনি ও ইউপি সদস্য সুমন মিয়া বলেন, নিজেদের মধ্যে সামান্য ভুল বুজাবুজি হয়েছে। বিষয়টি নিজেরা বসে সমাধান করে নিব।
সোনারগাঁ থানায় (ওসি) মোরশেদ আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।