নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেওয়ান উদ্দিন চুন্নুর ছেলে রনিকে (২০) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার লাধুরচর টিটি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) কামাল হোসেন জানান, উপজেলার নোয়াগাঁ ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে লাধুরচর টিটি পাড়া এলাকা থেকে স্থানীয় সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুর ছেলে রনিকে ৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
তবে প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ী রনিকে পুলিশ আরও বেশি পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করলেও রহস্যজনক কারণে মামলায় ৩ পিস উল্লেখ করা হয়েছে।