সোনারগাঁয়ে ৯’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আয়েশা (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আয়েশা ওরফে আশা(২৫) কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার নয়াপুর গ্রামের আলিউল আজিমের স্ত্রী।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান সংবাদচর্চাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে আষাঢ়িয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে অভিযান চালিয়ে ৯শ পিস ইয়াবাসহ আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) কোর্টে চালান করে দেয়া হয়েছে।