
মাজহারুল ইসলামঃ নারায়নগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৈদ্যের বাজার ইউনিয়নের নবগঠিত স্বেচ্ছাসেবক লীগের কমিটির প্রার্থী বাছাইকে কেন্দ্র করে মহান বিজয় দিবস উপলক্ষে বৈদ্যের বাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং সোনারগাঁ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিকের উদ্ধোধনায় প্রধান অতিথি আব্দুল আল কায়সার তার বক্তব্যে বলেন আমরা তৃনমূল নেতা কর্মীদের সাথে নিয়ে নিজেকে জননেত্রী শেখহাসিনার একজন সাধারন কর্মী হিসেবেই রাজনীতি করি।তিনি আরো বলেন আগামী একাদশ সংসদ নির্বাচনে নেত্রী যাকে মনোনীত করবেন আমরা তার পক্ষেই মাঠে নামবো তবে আমাদের প্রতীক অবশ্যই হতে হবে নৌকা প্রতীক।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন,মোগরাপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,যুবলীগের কেন্দ্রীয় সদস্য রোবায়ের হায়াত শান্ত, সোনারগাঁ উপজেলার সাবেক যুবলীগ সভাপতি গাজী মজিবুর রহমান,বর্তমান সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারন সম্পাদক আলী হায়দার,যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রবিন,পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন,সাধারন সম্পাদক প্রকৌশলী আহম্মেদ আলী তানভীর-সহ সোনারগাঁ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুন্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম শামীমের নেতৃত্বে একটি বিশাল শোডাউন সম্মেলনে যোগদান করে আলোচিত হয়েছে।শহীদুল ইসলাম শামীম জানান,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে সোনারগাঁ বাসীর মুক্তির কান্ডারী সাবেক সাংসদ আব্দুল আল কায়সারের হাতকে শক্তিশালী করার জন্যই আমার রাজনীতির অগ্রযাত্রা।

