আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস ডিস্টিবিশন কোস্পানী। বুধবার (১৮ মার্চ) সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকা থেকে বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার পাশে মাটি খুঁড়ে লোহার পাইপ তুলে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ সংযোগ বিচ্ছিন্ন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনটা ইউনিয়নে দশ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন রয়েছে । এতে প্রতি মাসে মাসে সরকারের প্রায় ৯ কোটি টাকার মতো রাজস্ব হারাচ্ছে।

গ্যাস পাইপ লাইন বিচ্ছন্নকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, প্রকৌশলী সারোয়ার হোসেন, র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী পিপিএম, টেকনিশিয়ান মিজানুর রহমানসহ বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ।