সংবাদচর্চা রিপোর্ট:
সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী খালের উপর নির্মিত সেতুটি যেন মরন ফাঁদ। বর্তমান ব্রীজটির দু পাশ রেলিং ভেঙ্গে গেছে, ব্রীজের মাঝখানে রড দেখা যায়।
ব্রীজটি দিয়ে যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করা হলেও চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত বিভিন্ন যানবাহন হাজার হাজার যাত্রী নিয়ে পারাপার হয়। স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীসহ বাজারে আসা প্রতিদিন হাজার হাজার জনসাধারণের পারাপারের অন্যতম মাধ্যম এ ব্রীজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে,তারা অতি সত্ত্বর একটি নতুন ব্রীজ নির্মাণের দাবী জানান।
পথচারীরা অভিযোগ করে বলেন, এ ব্রীজ থেকে অনেক সি এন জি ও রিক্সা পড়ে অনেক মানুষ আহত হয়েছে। এ ব্রীজটি নিয়ে কর্তৃপক্ষের কোন মাথা গামাচ্ছেনা। হয়ত ব্যাপক প্রাণহানী বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলে দেখবে।
এ ব্যাপারে স্হানীয় চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ বলেন এ ব্রীজটি ব্যাপারে অনেক বার লিখিত দরখাস্ত দিয়েছি, কোন সমধান হচ্ছেনা। এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা প্রকৌশলী আলী হায়দার এর কাছে গেলে তাহার সাক্ষাৎ পাওয়া যায় নাই, তবে তাহাকে মোবাইল করিলে তিনি বলেন,
নতুন করে ব্রীজ করার লক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে দেখে গেছেন। ট্রেন্ডার হয়ে গেছে খুব দ্রততার সাথে কাজ চলবে। সোনারগাঁও সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন , ব্রীজটি আমি দেখে এসেছি। খুব দ্রুত ব্রীজের কাজ শুরু করা হবে। এলাকা বাসী ব্রীজটি দ্রুত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন।