সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে চলাচলরত নৌযানে চাঁদাবাজি কালে ৫ চাদাঁবাজকে বুধবার রাতে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এ বিষয়ে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৈদ্যেরবাজার অস্থায়ী ক্যাম্পের কোসগার্ডের পরিদর্শক আব্দুল জলিল জানান, উপজেলার মেঘনা নদীর বৈদ্যেরবাজার এলাকায় নদীতে চলাচলরত বিভিন্ন নৌযান থেকে দীর্ঘ দিন ধরে চাদাঁবাজী করে আসছে গাজী আরমান ও গাজী আওলাদ হোসেনের নেতৃত্বে একদল চাদাঁবাজ। তাদের দাবিকৃত চাদাঁ দিতে অস্বীকার করলে নির্যাতন করা হয়। পরে বুধবার রাতে অভিযান চালিয়ে চাদাঁ আদায় করার সময় গাজী আরমান, ইউসুফ আলী, সোহরাব হোসেন, দ্বীন ইসলাম ও রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোনারগাঁ থানায় হস্তান্তর করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে।