আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বের হচ্ছে আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিন ‘ভ্রমণ’

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে প্রকাশিত হবে আন্তর্জাতিক মানের ট্রাভেল ম্যাগাজিন “ভ্রমণ” এর একটি বিশেষ সংখ্যা। এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ট্রাভেল ম্যাগাজিন ভ্রমণের সম্পাদক আবু সুফিয়ান, সোনারগাঁয়ের বিশিষ্ট কথা সাহিত্যিক শামসুদ্দোহা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ণ কর্মকর্তা ইয়াছিনুল হাবিব তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, প্রকৌশলী আলী হায়দার খাঁন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণী সম্পাদক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, পল্লী উন্নয়ণ ও সমবায় কর্মকর্তা সরোয়ার আলম সুজন সহ স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, ঐতিহ্যে ভরপুর সোনারগাঁকে বিশ্বময় তুলে ধরতে এই সংক্রান্ত যে কোন লেখা, তথ্য ও ছবি Òvromon55@gmail.com অথবা sonargaonuno@gmail.com” ইমেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানান।