আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে হাসিনা,শামীম,গাজী,বাবু,কায়সার সহ ১৮৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সংবাদর্চা রিপোর্ট:
হত্যা, নাশকতা ও ভাংচুরের ঘটনায় নারায়ণগঞ্জে আরও একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে সাবেক মন্ত্রী-এমপিসহ ৩শ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২০ আগস্ট নিহত পরিবহন শ্রমিক জনির বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় ১শ ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১শ ২০ জনকে আসামী করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জান।
মামলায় বলা হয়, সোনারগাঁ পৌরসভার বালুয়া দীঘির পাড় এলাকার বাসিন্দা ইয়াছিনের ছেলে জনি নাফ গাড়িতে হেলপাড়ের কাজ করতো। ২০ জুলাই ছাত্রবৈষম্য আন্দোলন পন্ড করতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে আগ্নেয়্স্ত্রা, পিস্তল, সটগান, ককটেল, লাঠি সোঠা নিয়ে কাচঁপুর নার্সারির সামনে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। এসময় ছাত্রজনতাকে উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি ও মারধর করে। বিকেল পাচঁটার দিকে জনি কাচঁপুর সেতুর ঢালে বুকে দুটি গুলবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও আরও যাদের আসামী করা হয়েছে তারা হলেন, সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, আব্দুল্লাহ আল-কায়সার, গোলাম দস্তগীর গাজী, অয়ন ওসমান, আজমেরী ওসমান, রবিউল আলম রনি, জাহাঙ্গীর, মো. মাহফুজুর রহমান কালাম, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, রফিকল ইসলাম নান্নু, সোহাগ রনি, মোশারফ হোসেন, নুরে আলম খাঁন, বাবুল ওমর, মোস্তাফিজুর রহমান মাসুম, আল আমিন সরকার, আব্দুর রউফ, মোঃ রাসেল, নাছির উদ্দিন নাছির, ইউসুফ দেওয়ান, মোতালেব হোসেন স্বপন, কামাল মেম্বার, আবু সাঈদ, আলী হায়দার, মোবারক হোসেন, মোস্তফা, তাইজুদ্দিন, সাগর, আবু নাঈম ইকবাল, মানিক, নূরুদ্দীন সরকার, রফিক মেম্বার, মোবারক হোসেন, তাজুল ইসলাম, মোঃ শাহাবুদ্দিন (শাবু), ফারুক ওমর,
মো. সফি, নবী হোসেন, মো. মিজানুর রহমান, লিটন খাঁন, মাহবুব খাঁন, শাহ আলম খাঁন, শিল্পপতি মতিন, শাহীন উরয়ে লগ্গী শাহীন, হারুন শেখ, করিম, সবুজ, সোহেল, জসিম উদ্দিন, বিল্লাল, কামরুল হাসান, রবিন, রাজীব, দ্বীন ইসলাম, সুজন, ফজলে রাব্বী, হামিম শিকদার শিপলু, হুমায়ুন কবির ভূইয়া, সোলায়মান হোসেন সুজন, আব্দুর রশিদ মোল্লা, সালাতুজ্জামান মাউন্না, আশিক সরকার, রমজান মেম্বার, বাদল মিয়া, ওসমান @ ওসান, শামীম রেজা, জাবেদ রায়হান জয়সহ আরও অনেকেই।