আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ইউপি সদস্য বরখাস্ত

সরকারি ত্রাণ আত্মসাৎ ও গুজব ছড়ানোর অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।  রবিবার সন্ধ্যায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরীর স্বাক্ষরিত আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, তার বিরুদ্ধে সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ না করে আত্মসাৎ এবং গুজব ছড়ানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা। যার প্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ অপরাধে তাকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে ওই আদেশে।

বরখাস্ত হওয়া ইউপি সদস্য বলেন, ‘আমি সরকারি ত্রাণ আত্মসাৎ করিনি। আমার ব্যক্তিগত টাকায় আরও ৫০০ মানুষকে ত্রাণ দিয়েছি। ত্রাণ আত্মসাতের বিষয়টি প্রমাণ করতে পারলে আমি যে কোনো শাস্তি মেনে নেব।’