আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁও প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি উদযাপন

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁও প্রেস ক্লাবের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানটি দিঘির পাড় রয়েল রিসোর্ট হলে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘অদম্য’ নামের একটি ম্যাগাজিন প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।ম্যাগাজিনে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করা হয়েছে।প্রেসক্লাবের সভাপতি অসিত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা. মোঃশাহীনূর ইসলাম, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি বিএম রুহুল আমিন রিমন,সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, অর্থনীতিবিদ আনোয়ারুল কবির, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,জেলা পরিষদের সদস্য ও সোনারগাঁও মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরজাহান বেগম, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, সোনারগাঁও থানা র ওসি মোরশেদ আলম, পরিদর্শক আব্দুল জাব্বার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, বিএনপি নেতা অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াক বকুল, সোনারগাঁও পৌর সভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শামীম, প্রতিষ্ঠাতা আহবায়ক ও বিটিভি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক একেএম মাহফুজুর রহমান,সোনারগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল মোশারফ,লেখক সাহিত্যিক সামসুদ্দোহা চৌধুরী, সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম রিপন, সোনারগাঁও জি.আর.ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক নজরু ইসলাম, বাংলা টিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ইউসুফ আলী, সাংবাদিক জাকির হোসেন ঝন্টু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন রতন, সাংবাদিক রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, আবু বকর সিদ্দিক, মাসুদ শায়ান, হাসান মাহমুদ রিপন, হারুন অর রশিদ, মনির হোসেন, খায়রুল আলম খোকন, মাহবুবুল ইসলাম সুমন, মশিউর রহমান, আনোয়ার হোসেন,মাজহারুল ইসলাম নজরুল ইসলাম শুভ,ফরিদ হোসেন,ফারুক হোসেন, পনির ভূইয়া, সমাজ সেবক আনোয়ার হোসেন, আসাদুজ্জামান নূর প্রমুখ।
এসময় নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলার বিভিন্ন সংগঠন, সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।