আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের কাভার্ডভ্যান চাপায় নিহত ১ কন্যা শিশু

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা শিল্পাঞ্চলে একটি মালবাহী কাভার্ডভ্যানের চাকায় নুহা (৩) নামের এক কন্যা শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মেঘনা শিল্প নগরীর প্রতাপেরচর এলাকায়।
এলাকাবাসী জানান, উপজেলার মেঘনা প্রতাপেরচর রবিবার সকালে নুহা নামের শিশুটি রাস্তার পাশে দাড়িয়ে ছিল।এসময় মেঘনা গ্রুপের একটি কাবার্ডভ্যান ঢাকা মেট্রো উ-(১২-০২৫৩) শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ঘাতক ভ্যানটিকে আকট করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের পিতা রিপন মিয়া মেঘনা প্রতাপেরচর এলাকার আবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয়রা জানান,প্রতিদিন মেঘনা গ্রুপের শতশত ট্রাক,কাভার্ডভ্যান প্রতাপেরচরের রাস্তায় চলচল করে যার ফলে এলাকায় সবসময় যানজট লেগেই থাকে এবং এর আগেও কয়েকটা দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ।###