আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈকতে ‘বরফের ডিম’

ফিনল্যান্ডের মারজানিমি সৈকতে ডিমের আকৃতির হাজারো বরফখণ্ড পাওয়া যাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। অস্বাভাবিক আবহাওয়ার জেরে ফিনল্যান্ডের উপকূলে বরফের এমন আকৃতি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিবিসি ও গার্ডিয়ানের খবরে জানানো হয়, ফিনল্যান্ড ও সুইডেনের মাঝে হাইলোতো নামের দ্বীপটির সৈকত বরফের ডিমে আবৃত। এ দৃশ্যের ছবি তোলেন আলোকচিত্রী রিসতো মাতিলা। তিনি টুইটারে ছবি পোস্ট করেন।
বিশেষজ্ঞদের মতে, বিরল কোনো আবহাওয়া প্রক্রিয়ায় বাতাস আর পানির ধাক্কায় বরফের ছোট ছোট কুচি যুক্ত হয়ে ডিমের আকৃতি হয়ে থাকতে পারে।

পার্শ্ববর্তী ওউলু শহরের বাসিন্দা রিসতো মাতিলা বলেন, ‘মারজানিমি সৈকতে এমন দৃশ্য আমি জীবনেও দেখিনি। সৈকতজুড়ে বরফের কুচির ওপর সারি সারি বরফের ডিম। এ অঞ্চলে আমি ২৫ বছর ধরে বাস করছি। কখনো এমনটা দেখিনি।’

রিসতো মাতিলা বলেন, ‘প্রায় ১০০ ফুট জুড়ে হাজারো বরফের ডিম পড়ে ছিল। ছোট বরফখণ্ডগুলোর আকৃতি ডিমের মতো। সবচেয়ে বড়গুলো ছিল ফুটবলের সমান।’

ফিনল্যান্ডের আবহাওয়া অফিসের বরফ বিশেষজ্ঞ জওনি ভিনিও বলেছেন, এ ঘটনা আসলে সাধারণ কোনো ঘটনা নয়। তবে সঠিক আবহাওয়ার ক্ষেত্রে বছরে প্রায় একবার এমনটা ঘটতে পারে।

ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ভূগোল-ভূতত্ত্বের ইমেরিটাস অধ্যাপক জেমস কার্টার বলেন, এমন ঘটনা দেখার সঠিক সময় শরৎকাল। তিনি বলেন, ‘আলোকচিত্রীকে ধন্যবাদ তিনি ছবি তুলেছেন। এখন বিশ্ব অনেক কিছু দেখবে, যা আগে দেখেনি।’

আবহাওয়াবিদ জর্জ গুডফেলো বলেন, ‘সাগরে ঠান্ডার সঙ্গে সঙ্গে বাতাস বইলে এ ধরনের বরফের বল তৈরি হতে পারে।’ তিনি বলেন, ‘বরফের কুচিগুলো ঢেউয়ের ধাক্কায় একসঙ্গে মিশে বড় হতে থাকে তারপর ঠান্ডায় সাগরের পানি জমে সেগুলোর সঙ্গে যুক্ত হয়ে সেগুলো গোল আকৃতি নেয়। ওই সব বরফের বল সাগরের পানির ধাক্কায় মসৃণ হতে থাকে। এরপর ভাটায় পানি নেমে গেলে বরফের পিণ্ডগুলো সাগরতীরে পড়ে থাকে। অনেক সময় ঢেউয়ের ধাক্কায় তীরে চলে আসে।’

এর আগে রাশিয়া এবং শিকাগোর মিশিগান লেকে এ ধরনের বরফের ডিম দেখা গিয়েছিল।

২০১৬ সালে সাইবেরিয়ার নিদা এলাকার বাসিন্দারা সাগরতীরে ১১ মাইলজুড়ে বরফের বিরাট বিরাট বল দেখেছিলেন। এগুলোর কিছু ছিল টেনিস বলের আকৃতির। সবচেয়ে বড়গুলোর ব্যাসার্ধ ছিল তিন ফুট।