আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সেলিম ওসমানদের অবৈধ সিদ্ধান্তের প্রতিবাদে ঝাড়ু মিছিল

সংবাদচর্চা রিপোর্ট

রওশন এরশাদ কে জাতীয় পার্টির চেয়ারম্যান করার অবৈধ সিদ্ধান্তের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে মহিলা পার্টির নেতা কর্মীরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। যারা রওশন এরশাদকে অবৈধভাবে চেয়ারম্যান ঘোষণা করেছে সেই সকল কুশীলবদের বিরুদ্ধে  মিছিল থেকে ঘৃণা প্রদর্শন করে বিদ্রুপ স্লোগান দেন মহিলা পার্টির নেতাকর্মী ও সমর্থকরা।

প্রসঙ্গত , সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জাতীয় পাটির চেয়ারম্যান এইচএম এরশাদ নেতাকর্মীদের বলে গেছেন আমার মৃত্যুর পর বা আমার অবর্তমানে আমার ভাই জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হবে। সেই মোতাবেক জিএম কাদের কে সম্প্রতি জাতীয় পাটির চেয়ারম্যান ঘোষণা করেছে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা।

তাকে জাতীয় পার্টির তৃণমূল থেকে শুরু করে সবাই মেনে নিয়েছে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে সেলিম ওসমানদের মত গুটি কয়েক রওশনপন্থী সংসদ সদস্য। তারা জাতীয় পার্টির গঠনতন্ত্র লংঘন করে রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছে। গত বৃহষ্পতিবার (৫ সেপ্টেম্বর) রওশন এরশাদকে অবৈধ ভাবে চেয়ারম্যান করার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছে  তাদের মধ্যে অন্যতম সেলিম ওসমান এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি,মজিবুল হক চুন্নু এমপি, ফখরুল ইমাম এমপি,লিয়াকত হোসেন খোকা এমপি,নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য চিত্র নায়ক সোহেল রানা, এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ ও সফিকুল ইসলাম সেন্টু।

বৃহষ্পতিবার  সংবাদ সম্মেলনে  রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন  ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সেই সংবাদ সম্মেলনের সামনের সারিতে রওশনের পাশে বসে ছিলেন সেলিম ওসমান। তখন তাকে কোন কিছু বলতে দেখা যায় নি। আরো বসেছিলেন লিয়াকত হোসেন খোকা।

উল্লেখ্য  সম্প্রতি একটি অনুষ্ঠানে সেলিম ওসমান বলেছেন ,এরশাদ আমার পিতৃতুল্য। পরে নারায়ণগঞ্জে এরশাদের দোয়া অনুষ্ঠানে সেলিম ওসমান বলেছে এরশাদ আমাকে শান্তির পথ দেখিয়ে। এত এরশাদ বন্দনা করার পরও তার কথা রাখছেন না সেলিম ওসমানরা। তাদের অবৈধ সিদ্ধান্তে জাতীয় পার্টিতে দ্বন্দ্ব চরম আকার ধারণ করছে। নারায়ণগঞ্জবাসী ধারণা করছে  আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক থাকবে না এবং সেলিম-খোকা কোন প্রতীকে নির্বাচন করবেন তা নিয়েও সন্দেহ রয়েছে।