আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেজান কারখানার ৮ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড এর সেজান জুস কারখানায় আগুনের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার আটজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ১০ জুলাই বিকালে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন নারায়নগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ফাহমিদা খানমের আদালত। এর আগে তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ।

রিমান্ডপ্রাপ্তরা হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার চার ছেলে হাসিব বিন হাসেম (৩৯), তারেক ইব্রাহিম (৩৫), তাওসীব ইব্রাহিম (৩৩), তানজীম ইব্রাহিম (২১) এবং সজীব গ্রুপের প্রধান নির্বাহী শাহান শাহ আজাদ (৪৩), হাশেম ফুডস লিমিটেডের ডিজিএম মামুনুর রশিদ (৫৩) ও হাশেম ফুডস লিমিটেডের সিভিল ইঞ্জিনিয়ার কাম এডমিন মোহাম্মদ সালাউদ্দিন (৩০)।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান।
এর আগে এর আগে রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর নাজিম উদ্দিন বাদী হয়ে এই আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন নিহত হয়েছে।