আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেই ফরিদের পাশে টিম খোরশেদ

সংবাদ বিজ্ঞপ্তি:

সরকারি খাদ্য সহায়তা হটলাইন ৩৩৩ এ ফোন দিয়ে সরকারি খাদ্য সহায়তা চেয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক শাস্তি পাওয়া সেই বৃদ্ধ ফরিদ উদ্দিনের পাশে দাঁড়িয়েছে টিম খোরশেদ। ফরিদকে প্রায় এক মাসের খাদ্য সামগ্রী ও কিছু নগদ অর্থ সহায়তা দেয় টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা।

বুধবার (২৬ মে) রাতে ফরিদ উদ্দিনের নাগবাড়ীর বাসায় গিয়ে তাদের খোজ খবর নেন এবং তার প্রতি সমবেদনা জানান স্বেচ্ছাসেবকরা। এসময় তার পরিবারের জন্য এক মাসের খাদ্য সামগ্রী ও তার প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য স্বল্প নগদ অর্থ তুলে দেন টিম খোরশেদের সদস্য ও টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা।

এসময় উপস্থিত ছিলেন টিম মেম্বার জয়নাল আবেদীন, আলী সাবাব টিপু, হাফেজ শিব্বির ও রাজু প্রমুখ।