আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সেই দারুনের লাশ উদ্ধার

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং  একাধিক মামলার আসামী হুমায়ুন রশীদ দারুনের  (৩৭) লাশ উদ্ধার করা হয়েছে।  সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে সোমবার বিকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় দারুনের। সন্ধ্যায় বাসা থেকে ফাঁস লাগানো অবস্থায় তাকে  উদ্ধার করে শহরের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। শহরের ডিআইটি ও আশপাশ এলাকাতে তার প্রভাব ছিলো। তিনি একাধিবার গ্রেপ্তার হয়েছেন। তার মৃত্যুর কারণ জানা যায় নি।

এব্যাপারে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন সংবাদচর্চাকে জানান , বাবুরাইলে একজন আত্মহত্যার খবর শুনেছি। একজন পুলিশ অফিসারকে সেখানে পাঠিয়েছি। জেনে বিস্তারিত পরে জানাব।