অনলাইন রিপোর্ট: নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা। তিনি বিভিন্ন বক্তব্য দিয়ে বেশ আলোচনায় এসেছেন।
কাদের মির্জা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ে পেয়েছেন ১০ হাজার ৩৭৮ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে এক হাজার ৭৭৮ ভোট পেয়েছেন কামাল উদ্দিন চৌধুরী। এছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী মোশাররফ হোসেন ভোট পেয়েছেন এক হাজার ৪৫১। জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।