আজ শুক্রবার, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আল কোরআন সূরা আনফাল এর অর্থ সমূহ

সূরা আনফাল

আল কোরআন সূরা আনফাল এর অর্থ সমূহসূরা আনফাল

আল কোরআন
সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৪৫. হে মুমিনগণ! তোমরা যখন কোন বাহিনীর সাথে প্রত্যক্ষ মোকাবেলায় অবতীর্ণ হও তখন অবিচল থাক এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হতে পার।
৪৬. তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত হও এবং ঝগড়া করো না। যদি তোমরা নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ কর তাহলে তোমরা কাপুরুষ হয়ে যাবে ও তোমাদের প্রভাব চলে যাবে। ধৈর্য ধারণ কর, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।

আল হাদিস
দ্বীন সহজ
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “দ্বীন সহজ, যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে বেশী কড়াকড়ি করে, তাকে দ্বীন অবশ্যই পরাজিত করে দেয়। কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন কর এবং কাছাকাছি হও। আর হাসিমুখ নিয়ে থাক। আর সকাল-বিকাল ও রাতের কিছু অংশ (ইবাদাতের মাধ্যমে) সাহায্য প্রার্থনা কর।”