নিজস্ব প্রতিবেদক : সুন্নী সংগ্রাম ঐক্য পরিষদ নারায়নগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ এক লিখিত বিবৃতিতে ওলামা পরিষদকে বাহাসের আহবান জানিয়েছেন- ওলামা পরিষদ তাদের বিবৃতিতে আমাদেরকে তামিম বিল্লাহর অনুসারী বলেছেন এবং ইতিপূর্বে অনেক সংবাদপত্রেও তা প্রচার করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারী নবীজীর অনুসরন অনুকরন সাহাবায়ে আজমাঈন ও ওলী আওলীয়ার অনুসরন করি কোন ব্যক্তির অনুসারী আমরা নই তামিম বিল্লাহ আমাদের মতই একজন প্রতিবাদ কারী। তাদের বিবৃতিতে আহলে সুন্নাত ওয়াল জামাত এর আলেম ওলামাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমে দ্বীনগন ৬ বছরে দাওরায়ে হাদীস পাশ আলেম নয়, আমরা দীর্ঘ ১৬ বছর পড়ালেখা করে আলেম হই যা সরকার এর শিহ্মা মন্ত্রালয় থেকে ফলাফল ও সনদ প্রদান করা হয়। আমাদের ওলামায়ে আহলে সুন্নাত বার বার বাহাসের চ্যালেঞ্জ দিলেও আপনারা তা গ্রহন করেননি। বিভিন্ন উছীলা দিয়ে সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টায় লিপ্ত ছিলেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্যতম বিজ্ঞ আলেম মুফতি আলী আকবর সাহেব গত ১১/০৭/২০০৬ ইং তারিখে মাওলানা আঃ আউয়াল কে উকিল নোটিশ পাঠিয়েছিলেন যার জবাব এখন পর্যন্ত তিনি দেননি।আপনারা তৃতীয় পক্ষ পাননা বাহাসের জন্য আমরা বলতে চাই নারায়নগঞ্জের ৫টি আসনের এম পি মহোদয় মেয়র মহোদয়,ডিসি,এস পি সহ নারায়নগঞ্জের জনপ্রতিনিধিদেরকে নিয়ে নারায়নগঞ্জের যে কোন জায়গায় বাহাস করার জন্য আমরা প্রস্তুত আছি অযথা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বাহাসে বসুন। উল্লেখ্য যে ইতিপূর্বে ২৮-০৪-২০১৫ইং সালে অতিরিক্ত দায়রা জজ,১ম আদালত সহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সি আর মামলা নং-৭২০/০৮ টি আর নং-৪০৫/০৯) মামলায় আমরা জয়ী হই তাদের তথাকথিত মাওলানা রুহুল আমিনের ২ মাসের সশ্রম কারাদন্ড দেন বিজ্ঞ আদালত। সুন্নী সংগ্রাম ঐক্য পরিষদের দায়ের করা মামলাকে মিথ্যা মামলা বলেছেন যেহুতু এটা আদালতের বিষয় আদালতেই ফয়সালা হবে মিথ্যা না সত্য,তার পরেও বলি আপনি ৫২টি মাইক লাগিয়ে সেইদিন বক্তৃতা দিয়েছেন বন্দরের হাজারো মানুষ শুনেছে এবং প্রমান রয়েছে এবং আপনার কথার রেকর্ড রয়েছে আমাদের কাছে যা প্রশাসন,সাংবাদিক মহল সহ নারায়নগঞ্জের অনেকেই শুনেছে। অযথা নারায়নগঞ্জের শান্ত পরিবেশকে অশান্ত না করে যেহুতু মামলা হয়েছে বিজ্ঞ আদালতে নিজেদের নির্দোষ প্রমান করুন, যুগ যুগ ধরে মুসলিমরা পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লালাহু আলাইহী ওয়া সাল্লাম পালন করে আসছে আপনাদের আকাবেরগন ও পালন করেছে তাই অযথা বিবেদ সৃষ্টি না করে আদলতে প্রমান করে হকের পথে আসুন তানাহলে নারায়নগঞ্জের শান্তিপ্রিয় জনগন বুঝে নিবে কারা হক্ক আর কারা বাতিল।