আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীসা গলানোর কারখানা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের চেঙ্গাইন, কাঁচপুর, সোনারগাঁও অবস্থিত ৪টি অবৈধভাবে গড়ে উঠা এ্যালুমিনিয়াম (সীসা) গলানো কারখানা-কে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। কারখানাগুলোর মধ্যে আলমগীর মেটাল নারায়ণগঞ্জ- ২ লাখ টাকা, সাইফুল আয়রন স্টোর কে ১ লাখ টাকা, রাহাত মেটালকে ১ লাখ টাকা তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

৬ এপ্রিল এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এছাড়াও আরও ১টি অবৈধ এ্যালুমিনিয়াম (সীসা) নামবিহীন কারখানা বুলডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। ৩টি কারখানার মালিককে নিজ খরচে ৩ দিনের মধ্যে কারখানার সমস্ত স্থাপনা অপসারণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার এনফোর্সমেন্ট উইং এর পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক শেখ মোজাহীদ ও মোঃ মোবারক হোসেনসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।