অদৃশ্য দাবন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে থাকেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।
পরে পরপর দুটি নমুনা পরীক্ষায় তাঁর নেগেটিভ আসায় করোনামুক্ত হলেন তিনি। রোববার বিকেলে তাঁর দ্বিতীয় দফার করোনা পরীক্ষায় প্রতিবেদন নেগেটিভ এসেছে তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম। সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব।
সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘৯ এপ্রিল নমুনা সংগ্রহের পর আইইডিসিআরে পাঠানো হলে পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। গতকাল শনিবার পুনরায় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। ওই পরীক্ষায় আজ বিকেলে তাঁর করোনা নেগেটিভ প্রতিবেদন আসে।’ তিনি আরও বলেন, ‘পরপর দুটি পরীক্ষায় করোনা নেগেটিভ হওয়ায় আমি এখন করোনামুক্ত। আমি এখন পুরোপুরি সুস্থ।’