আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিনেট থেকে শোভনের পদত্যাগ

ছাত্রলীগের সদ্য পদত্যাগী সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে পদত্যাগ করেছেন । উপাচার্যের কাছে লেখা এক চিঠিতে সিনেট সদস্য থেকে অব্যাহতি চায় শোভন।

সোমবার (১৬ সেপ্টেম্বর)  বিকাল ৪টায় রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পক্ষে উপাচার্যের নিকট পদত্যাগপত্র জমা দেয় বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজ।

ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয় জানিয়ে পদত্যাগ পত্রে জানায় রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

এদিকে আবেদনপত্র হাতে পাওয়ার কথা স্বীকার করে ভিসি ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।