আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ের সিনহা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন আব্দুল আলীম

সিনহা স্কুল

সিনহা স্কুল
স্টাফ রিপোর্টারঃ
সোনারগাঁও উপজেলার কাঁচপুরে অবস্থিত সিনহা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সহকারি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা মোঃ আব্দুল আলীম। সুদীর্ঘ সময় ধরে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা মোঃ আবদুর রহমানের চাকুরির মেয়াদ শেষ হয়ে তিনি অবসরে চলে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আব্দুল আলীমকে গত ২৬শে মার্চ দায়িত্ব দেয়া হয় এবং গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাহাবুব পারভেজ, হাজী আলমগীর সহ সকল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে ফুল দিয়ে তাকে বরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব তার হাতে ন্যাস্ত করা হয়। সদ্য দায়িত্ব পাওয়া আব্দুল আলীম গণমাধ্যমকে জানান, আমি ২০১৬ সালের নভেম্বর মাসে অত্র বিদ্যালয়ে যোগ দেই। সেথেকেই নিজের সামর্থের সর্বোচ্চটুকু শিক্ষার উন্নয়নে ব্যয় করেছি। এ দায়িত্ব আমাকে দেয়ায় আমি খুশি। আমি ম্যানেজিং কমিটি, আমার সহকর্মী সহ সম্পৃক্ত সকলের কাছে দোয়া চাচ্ছি এবং সহায়তা কামনা করছি এই বলে যে, আপনারা আমাকে সুপরামর্শ ও সুচিন্তিত মতামত দিয়ে সহায়তা করবেন। যাতে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে আমরা সর্বদা কাজ করতে পারি। সদ্য অবসরে যাওয়া আমাদের পরম শ্রদ্ধার মানুষ আব্দুর রহমান সাহেবের জন্য দোয়া কামনা করছি। আমি তার সর্বাঙ্গিন সফলতা, সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করছি।

স্পন্সরেড আর্টিকেলঃ